ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ ভ্রান্ত তথ্য : প্রধান উপদেষ্টা ড্রাইভিং লাইসেন্সের জন্য ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নিতে হবে, মিলবে ভাতা রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও অটোরিকশা উদ্ধার টেকনাফ মেরিন ড্রাইভে ২৯ ভুক্তভোগী উদ্ধার, মানব পাচারকারী ৩ জন আটক এজাহারনামীয় আসামি শুভ র‍্যাব-১১ হাতে গ্রেফতার পটুয়াখালীতে সড়ক ও জনপথ কর্মচারীদের ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন রামগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার

সিদ্ধিরগঞ্জে যুবলীগ ক্যাডার এল এক্স খোকন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে


‎শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত যুবলীগ ক্যাডার ও একাধিক হত্যা মামলার আসামি মো. খোকন ওরফে এল এক্স খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎শনিবার, ১২ জুলাই ২০২৫ রাত ১১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. ওয়ালী উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ মিজমিজি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত মো. খোকন ওরফে এল এক্স খোকন (৩৩), পিতা-আলী, সাং–মিজমিজি দক্ষিণপাড়া, থানা–সিদ্ধিরগঞ্জ, জেলা–নারায়ণগঞ্জ। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের আলোচিত নেত্রী চম্পা ভূঁইয়ার ভাই এবং দীর্ঘদিন ধরে যুবলীগ ক্যাডার হিসেবে সক্রিয় ছিলেন।

‎অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. ওয়ালী উল্লাহ বলেন,
‎“গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, এল এক্স খোকন মিজমিজি দক্ষিণপাড়ায় অবস্থান করছে। ওসি স্যারের নির্দেশনায় আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং অভিযানকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারের সময় সে পালানোর চেষ্টা করলেও আমরা সফলভাবে আটক করতে পারি।”

‎পুলিশ জানায়, এল এক্স খোকনকে গ্রেফতারের পর থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

‎এই বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম তিনি বলেন,আসামি এল এক্স খোকনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি হত্যা, ৫টি হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে মোট ৭টি মামলা রয়েছে। এছাড়া ফতুল্লা থানায় একটি হত্যা মামলা এবং ঢাকার যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলাসহ মোট ৯টি মামলায় তিনি অভিযুক্ত। এসব মামলার বেশিরভাগই তদন্তাধীন। আমরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। আগামীকাল রবিবার (১৩ জুলাই ২০২৫) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা

সিদ্ধিরগঞ্জে যুবলীগ ক্যাডার এল এক্স খোকন গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫


‎শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত যুবলীগ ক্যাডার ও একাধিক হত্যা মামলার আসামি মো. খোকন ওরফে এল এক্স খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎শনিবার, ১২ জুলাই ২০২৫ রাত ১১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. ওয়ালী উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ মিজমিজি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত মো. খোকন ওরফে এল এক্স খোকন (৩৩), পিতা-আলী, সাং–মিজমিজি দক্ষিণপাড়া, থানা–সিদ্ধিরগঞ্জ, জেলা–নারায়ণগঞ্জ। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের আলোচিত নেত্রী চম্পা ভূঁইয়ার ভাই এবং দীর্ঘদিন ধরে যুবলীগ ক্যাডার হিসেবে সক্রিয় ছিলেন।

‎অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. ওয়ালী উল্লাহ বলেন,
‎“গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, এল এক্স খোকন মিজমিজি দক্ষিণপাড়ায় অবস্থান করছে। ওসি স্যারের নির্দেশনায় আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং অভিযানকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারের সময় সে পালানোর চেষ্টা করলেও আমরা সফলভাবে আটক করতে পারি।”

‎পুলিশ জানায়, এল এক্স খোকনকে গ্রেফতারের পর থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

‎এই বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম তিনি বলেন,আসামি এল এক্স খোকনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি হত্যা, ৫টি হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে মোট ৭টি মামলা রয়েছে। এছাড়া ফতুল্লা থানায় একটি হত্যা মামলা এবং ঢাকার যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলাসহ মোট ৯টি মামলায় তিনি অভিযুক্ত। এসব মামলার বেশিরভাগই তদন্তাধীন। আমরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। আগামীকাল রবিবার (১৩ জুলাই ২০২৫) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।