বিনোদন ডেস্ক: দ্য মা হয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। মেয়েকে নিয়েই এখন দিনের বেশির ভাগ সময়টা কাটে। মেয়ের কিসে ভালো হবে কী করলে খারাপ সেসবই এখন অহনার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আর তাই মেয়েকে আদর করা, ভালোবাসা প্রসঙ্গে যখন নেটিজেনরা নানা মন্তব্য করলেন টানতেই রীতিমতো মেজাজ হারালেন অভিনেত্রী।
সম্প্রতি অহনাকে উদ্দেশ করে কেউ কেউ লিখেছেন, ‘এভাবে গাল টিপে বা চুমু খেয়ে কেউ এত ছোট বাচ্চাকে আদর করে?’ এমন মন্তব্যে রীতিমতো বিরক্ত হয়ে যান অভিনেত্রী। শেষ পর্যন্ত একটি ভিডিও বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমার সন্তান। আমি চুমু খাই, চটকাই, মারধোর করি, সবটাই আমার ব্যাপার।’
এর আগে মাতৃত্বের যাত্রার প্রতিটি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অহনা। কখনো সমালোচনার মুখে পড়েছেন, আবার অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। তবে তিনি সবসময় চেষ্টা করেছেন নেতিবাচক মন্তব্য এড়িয়ে ইতিবাচক দিকটাই গ্রহণ করতে।
কিন্তু এরপরও এদিন মেয়েকে ঘিরে অতিরিক্ত নাক গলানো মন্তব্যে চুপ থাকতে পারলেন না অভিনেত্রী। তাই ভিডিওবার্তায় এসে কড়া জবাবেই নিজের অবস্থা স্পষ্ট করলেন।