নিজস্ব প্রতিবেদক: ইসলামী সাংস্কৃতিক চর্চা বাড়ানোর জন্য মুসলিম উম্মাহকে আহ্বান জানিয়ে ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালী বলেন, অপসংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিম ঐতিহ্য ও বিশ্বাসকে রক্ষা করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা প্রয়োজন।এজন্য ইসলামি সংস্কৃতির মূল উপাদান, যেমন কোরআন ও সুন্নাহকে কেন্দ্র করে জ্ঞান ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে, অশ্লীলতা ও বিজাতীয় সংস্কৃতির প্রভাব রোধ করতে হবে, এবং সমাজের শান্তি ও উন্নয়নে ইসলামি মূল্যবোধকে কাজে লাগাতে হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ডের কদমতলী ঢালী ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (স.) উপলক্ষ্যে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজসেবক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী, কদমতলী উত্তরপাড়া জামে মসজিদ (মেকার মসজিদ) এর খতিব মাওলানা মোঃ আবুল হোসেন, রওশন ফালুশাহ জামে মসজিদের খতিব ও নূরুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবু হানিফ মাহমুদী, প্রধান জামে মসজিদের খতিব মুফতি মাকসুদুর রহমান, বাইতুত ত্বাকওয়া জামে মসজিদের খতিব ও মারকাযুত ত্বাকওয়া ক্যাডেট মাদ্রাসাযর মুহতামিম হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, জান্নাতবাগ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোসলেহ উদ্দিন।
কদমতলি এলাকার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।