আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে এক গৃহবধূর বাড়িতে সংঘটিত হয়েছে ডাকাতির ঘটনা। রোববার (২১ সেপ্টেম্বর) রাতের শেষ প্রহরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সাহিদা আক্তারের বাড়িতে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ১০–১৫ জনের একটি ডাকাতদল বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র হাতে তারা সাহিদা আক্তার (৪৩) ও তার মেয়ে সানজিদা আক্তারকে ভয়ভীতি দেখায়। পরে নগদ ৩ লাখ টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার ও একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
গৃহকর্ত্রী সাহিদা আক্তার জানান, ডাকাতদল দ্রুততার সঙ্গে তাদের সর্বস্ব লুট করে নেয়। পরিবারের সবাই ভয়ে অসহায় হয়ে পড়েছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদল খুবই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। খুব দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। স্থানীয়দেরও সহযোগিতা নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।