আলোকিত কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল (রেজিঃ নং- বি-২০৭৫), কেন্দ্রীয় সম্মিলিত শ্রমিক পরিষদের অধীনে সিদ্ধিরগঞ্জ থানার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার টার দিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের অফিসে অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ বাবু মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ ফারুক মিয়া।
নেতৃত্ব ঘোষণার পর স্থানীয় শ্রমিকদের মাঝে আনন্দ-উৎসাহ ছড়িয়ে পড়ে। শ্রমিকরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে এবং সমস্যা সমাধানের পথ আরও সুগম হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া বলেন ,সিদ্ধিরগঞ্জের সিএনজি অটোরিক্সা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, হয়রানি বন্ধ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম কাজ। শ্রমিকদের সম্মানজনক জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ রেখে কাজ করব। কোনো অবিচার বা শোষণের বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে দ্বিধা করব না।”
নবনির্বাচিত সভাপতি মোঃ বাবু মিয়া বলেন,এই কমিটি ঘোষণার মাধ্যমে সিদ্ধিরগঞ্জের শ্রমিকদের জন্য নতুন দিগন্তের সূচনা হলো। শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ; তাদের রক্ত-ঘামে শহরের যানবাহন সচল থাকে। তাই শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অগ্রণী ভূমিকা রাখব। কোনো অন্যায় বা শোষণের কাছে শ্রমিকদের মাথা নত করতে দেব না। শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গড়ে তুলব, যা হবে শ্রমিকদের ভরসার আশ্রয়স্থল।”
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের সিদ্ধিরগঞ্জ থানার নতুন কমিটি ঘোষণা
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- ১০৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ