আলোকিত কাগজ প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কেয়ারি বুরুজ এপার্টমেন্টে র্যাব-১১ এর অভিযানে বিদেশী দুইনলা বন্দুক, বিপুল পরিমাণ গাঁজা, কার্তুজ, নগদ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এ সময় মোঃ আজগর হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ২৪ সেপ্টেম্বর ভোর রাতে র্যাব-১১, নারায়ণগঞ্জের একটি চৌকস দল রাজধানীর দারুসসালাম থানাধীন দক্ষিণ কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কেয়ারি বুরুজ এপার্টমেন্টে অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃত আজগরের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশী দুইনলা বন্দুক, ৫০ রাউন্ড লিড কার্তুজ, তিনটি সুইচ গিয়ার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে স্থানীয়দের দেওয়া তথ্য এবং আজগরের জিজ্ঞাসাবাদে জানা যায়, একই এপার্টমেন্টের আরেকটি ফ্ল্যাটে তৌহিদ সরকার রবি (৩৫) ও তার সহযোগী পাপিয়া আক্তার দোলা (২৩) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১৩.৫ কেজি গাঁজা, ৯৬ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, নগদ ৭ লাখ ৫৫ হাজার ৪৮০ টাকা, বিদেশি মুদ্রা (৫ রিয়াল ও ১০ ডলার) এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্যমতে, তৌহিদ, পাপিয়া ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অস্ত্র ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আটক আজগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে এই অপরাধ চালাতো। এ ঘটনায় অভিযুক্ত তৌহিদ সরকার রবি, পাপিয়া আক্তার দোলা ও বাবুকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনার পর রাজধানীর ডিএমপির দারুসসালাম থানায় পৃথক দুটি মামলা (অস্ত্র ও মাদক) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আজগর হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ বলেন, “র্যাব সবসময়ই অপরাধ দমন ও মাদক নির্মূলে কাজ করছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযান চালিয়ে তাদের কার্যক্রমের অনেক প্রমাণ মিলেছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সংবাদ শিরোনাম ::
কল্যাণপুরে র্যাবের অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার, যুবক গ্রেপ্তার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ