ভোলা প্রতিনিধি :ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর ও দক্ষিণ শাখার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনসহ মোট ৫ দফা দাবিতে ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে এ কর্মসূচি পালন করা হয়।
ভোলা সদর উপজেলার বিক্ষোভ মিছিলটি নতুন বাজার বোডিং মসজিদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর বাজার গিয়ে শেষ হয়। বোরহানউদ্দিনে উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে বোরহানউদ্দিন বাসস্ট্যান্ড বাজারের এসে শেষ হয়।
দৌলতখানে উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে দৌলতখান বাজারের এসে শেষ হয়।
লালমোহনে উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে লালমোহন বাজারে এসে শেষ হয়।
সরফেশনে কেন্দ্রীয় খাস মহল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে চরফ্যাশন বাজারে এসে শেষ হয়।
মনপুরায় উপজেলা মারকাজ মসজিদ চত্বর থেকে শুরু হয়ে হাজির হাট বাজারে এসে শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সেক্রেটারী, দলীয় নেতাকর্মী ও অসংখ্য সমর্থক অংশগ্রহণ করেন।
ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-১ আসনের সংসদ পদপ্রার্থী হযরত মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজি, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান।
বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-২ আসনের সংসদ পদপ্রার্থী হযরত মাওলানা মুফতী রেজাউল করিম বোরহানী।
দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতখান উপজেলা শাখার সভাপতি মাওলানা মফিজুল ইসলাম।
লালমোহনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিন।
চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন।
মনপুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান ইসলামাবাদী।
আরো উপস্থিত ছিলেন উক্ত শাখাগুলোর উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তারা বলেন, “বাংলাদেশে জনগণ আর কোনো স্বৈরাচারী শাসন দেখতে চায় না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। জুলাই জাতীয় সনদকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে তার আলোকে নির্বাচন করতে হবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এটাই সময়ের দাবি।”
বক্তারা আরও বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণকে নিজেদের মত প্রকাশের সুযোগ দিতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা আন্দোলন চালিয়ে যাবে।