মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম: চট্টগ্রামের অন্যতন স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন জুনিয়র ব্লাড ফাউন্ডেশন ২৬শে সেপ্টেম্বর রোজ জুমাবার সম্পন্ন হলো পঞ্চম বর্ষপূর্তি ও ষষ্ঠ বর্ষে পদার্পণ। নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ দিনটি পরিণত হয় সদস্য ও অতিথিদের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্তে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়াউল হক খন্দকার, এক্টিভ/লাইফ মেম্বার, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, চট্টগ্রাম আপটাউন (ডিস্ট্রিক্ট-৩২৮২) এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ, সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, জুনিয়র ব্লাড ফাউন্ডেশন তাসনোভা খানম মিম,প্রতিষ্ঠাতা লগ্নে সদস্য জুনিয়র ব্লাড ফাউন্ডেশন মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক, ব্লাড এইড এডভোকেট মোহাম্মদ ফোরকান বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ ইকবাল হাওলাদার এবং অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম জোনের ইনচার্জ জিন্নাত আরা বেগম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক খাদিজাতুল কোবরা নিশাত।
কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সূচনা হওয়া এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল কেক কাটা এবং আলোচনা সভা। অনুষ্ঠানজুড়ে অতিথি ও সদস্যরা সংগঠনের অতীত সাফল্য এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বেস্ট ভলেন্টিয়ার হিসেবে সম্মাননা পান সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি এবং দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম নাহিম।
এছাড়াও সর্বোচ্চ রক্তদাতা হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ গিয়াস উদ্দিনকে, যিনি নিরলসভাবে রক্তদানের মাধ্যমে অসংখ্য মানুষের প্রাণ বাঁচাতে অবদান রেখেছেন।
আয়োজনে উপস্থিত ছিলেন শাবনাজ আক্তার সুমি, মোঃ ইমন, সোনিয়া আকতার, তোহেরা, প্রান্ত দাস, মোঃ ফয়সাল, মোহাম্মদ রণবীরসহ সংগঠনের অসংখ্য সদস্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুনিয়র ব্লাড ফাউন্ডেশন সবসময় মানবতার পাশে ছিল এবং থাকবে। এই বর্ষপূর্তির আয়োজন আমাদের আগামীর পথচলাকে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতে আমরা আরও ব্যাপক পরিসরে মানবিক কর্মকাণ্ডে যুক্ত হতে চাই এবং সমাজের প্রতিটি প্রয়োজনে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এ আয়োজনকে কেন্দ্র করে একতা, অনুপ্রেরণা ও মানবিকতার নতুন অঙ্গীকারে উদ্দীপ্ত হয় সংগঠনের সদস্য ও অতিথিরা।