ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা অপরিহার্য :প্রধান উপদেষ্টা ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা বাবা হয়েছেন জেমস, জানালেন নতুন বিয়ের খবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ ভ্রান্ত তথ্য : প্রধান উপদেষ্টা ড্রাইভিং লাইসেন্সের জন্য ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নিতে হবে, মিলবে ভাতা রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও অটোরিকশা উদ্ধার

বেগমগঞ্জে সনদ জালিয়াতি করে নতুন ভোটার হওয়ার চেষ্টা কালে যুবক আটক ; কম্পিউটার জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

অলি উল্লাহ ইয়াছিন, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসির সনদ জালিয়াতি করে নতুন ভোটার হওয়ার চেষ্টা কালে রাকিব হোসেন (১৬) নামের কিশোরকে আটক করা হয়েছে।

গতকাল বিকালে উপজেলা নির্বাচন অফিস থেকে রাকিব হোসেনকে আটক করা হয়। আটক রাকিব বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের হাওলাদার বাড়ির মো. মোশারফ হোসেনের পুত্র।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য অন্যের মাধ্যমিক সনদের উপর কম্পিউটারে কারিগরী জালিয়াতির মাধ্যমে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ বসিয়ে নিজের বলে উপস্থাপন করে রাকিব হোসেন। এর আগে এই ব্যক্তি (রাকিব হোসেন) গত ৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন অফিসে ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আসলে তার দাখিলকৃত কাগজপত্র সঠিক না থাকায় ব্যর্থ হয়ে ফিরে যান।

কিন্তু গতকাল নিজেকে এসএসসি পাশ দাবী করে আবারও ভোটার হওয়ার জন্য আসেন। অথচ তার দাখিলকৃত মাধ্যমিক সনদ নিম্নস্বাক্ষরকারী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে অনলাইনে যাচাই করে অন্য একজন ব্যক্তি যথা- সোহানুর রহমান, পিতার নাম নুরুল আমিন, মাতার নাম নুর জাহান বেগম, জন্ম তারিখ ৩০/১২/২০০৪ পাওয়া যায়। ফলে এটি ভূয়া সনদ বলে নির্বাচন অফিসের কর্মকর্তাদের কাছে প্রতিয়মান হয়।

এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, উপজেলার বাংলা বাজারে অবস্থিত মনোয়ারা কম্পিউটার দোকান হতে এই এসএসসি সনদ নিজের নামে বানিয়ে নিয়েছেন। ধারণা করা হচ্ছে এরুপ কম্পিউটার দোকান হতে বিভিন্ন সনদ (এসএসসি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, জমির খতিয়ান ইত্যাদি) জালিয়াতি করে বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরে সেবা গ্রহণ করা হয়ে থাকতে পারে। ইতিপূর্বে এরূপ তথ্য পাওয়া গেলেও উপযুক্ত প্রমাণের অভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসের স্ক্যানিং এন্ড ইক্যুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর এবিএম মোস্তফা জামাল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার বুলবুল আহমেদ জানান, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান স্যার ও পুলিশসহ আমরা বাংলা বাজারের মনোয়ারা কম্পিউটার দোকানে অভিযান চালাই। এ সময় দোকানের কম্পিউটার থেকে কারিগরী জালিয়াতির মাধ্যমে তৈরী সনদ উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাকিব হোসেনের এসএসসি সনদ জালিয়াতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এমন জালিয়াতির সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত

বেগমগঞ্জে সনদ জালিয়াতি করে নতুন ভোটার হওয়ার চেষ্টা কালে যুবক আটক ; কম্পিউটার জব্দ

আপডেট সময় : ১১:২১:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

অলি উল্লাহ ইয়াছিন, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসির সনদ জালিয়াতি করে নতুন ভোটার হওয়ার চেষ্টা কালে রাকিব হোসেন (১৬) নামের কিশোরকে আটক করা হয়েছে।

গতকাল বিকালে উপজেলা নির্বাচন অফিস থেকে রাকিব হোসেনকে আটক করা হয়। আটক রাকিব বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের হাওলাদার বাড়ির মো. মোশারফ হোসেনের পুত্র।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার হিসেবে নিবন্ধনের জন্য অন্যের মাধ্যমিক সনদের উপর কম্পিউটারে কারিগরী জালিয়াতির মাধ্যমে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ বসিয়ে নিজের বলে উপস্থাপন করে রাকিব হোসেন। এর আগে এই ব্যক্তি (রাকিব হোসেন) গত ৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন অফিসে ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আসলে তার দাখিলকৃত কাগজপত্র সঠিক না থাকায় ব্যর্থ হয়ে ফিরে যান।

কিন্তু গতকাল নিজেকে এসএসসি পাশ দাবী করে আবারও ভোটার হওয়ার জন্য আসেন। অথচ তার দাখিলকৃত মাধ্যমিক সনদ নিম্নস্বাক্ষরকারী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে অনলাইনে যাচাই করে অন্য একজন ব্যক্তি যথা- সোহানুর রহমান, পিতার নাম নুরুল আমিন, মাতার নাম নুর জাহান বেগম, জন্ম তারিখ ৩০/১২/২০০৪ পাওয়া যায়। ফলে এটি ভূয়া সনদ বলে নির্বাচন অফিসের কর্মকর্তাদের কাছে প্রতিয়মান হয়।

এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, উপজেলার বাংলা বাজারে অবস্থিত মনোয়ারা কম্পিউটার দোকান হতে এই এসএসসি সনদ নিজের নামে বানিয়ে নিয়েছেন। ধারণা করা হচ্ছে এরুপ কম্পিউটার দোকান হতে বিভিন্ন সনদ (এসএসসি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, জমির খতিয়ান ইত্যাদি) জালিয়াতি করে বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরে সেবা গ্রহণ করা হয়ে থাকতে পারে। ইতিপূর্বে এরূপ তথ্য পাওয়া গেলেও উপযুক্ত প্রমাণের অভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসের স্ক্যানিং এন্ড ইক্যুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর এবিএম মোস্তফা জামাল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার বুলবুল আহমেদ জানান, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান স্যার ও পুলিশসহ আমরা বাংলা বাজারের মনোয়ারা কম্পিউটার দোকানে অভিযান চালাই। এ সময় দোকানের কম্পিউটার থেকে কারিগরী জালিয়াতির মাধ্যমে তৈরী সনদ উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাকিব হোসেনের এসএসসি সনদ জালিয়াতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এমন জালিয়াতির সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।