আলোকিত কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার ২৯ সেপ্টেম্বর সকাল ৮টায় চিটাগাংরোডের চাষাড়া গামী রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতির কথা টের পেয়ে মোঃ মুসা পালানোর চেষ্টা করলে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মোঃ রাশেদুল ইসলাম , এসআই মোঃ জহুরুল ইসলাম ও কনস্টেবল মোহাম্মদ গোলাপের উপস্থিত ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আসামির নাম মোঃ মুসা। তিনি সিদ্ধিরগঞ্জ থানার উত্তর আজিবপুর বাগানবাড়ি এলাকার মৃত মাইনুদ্দিনের ছেলে। তার কাছ থেকে ৩১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক ওজন ১২.৪ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৯,৩০০ টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন,আমাদের লক্ষ্য হলো এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। মাদক নির্মূলের জন্য নিয়মিত অভিযান চলবে। জনগণ নিশ্চিন্ত থাকুক, যারা মাদকের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আটক আসামীকে সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান: ৩১ পুড়িয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- ১১৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ