খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার সদর ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড থানাচন্দ্র পাড়া নামক স্থানে ড্রেজার মেশিনের মাধ্যমে কৃষি জমি থেকে বালু উত্তোলন ও কৃষি জমি বিনষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোহাম্মদ জহির (৪৯)ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (২০১০ সংশোধিত ২০২৩)এর ৭ক এর উপধারা (গ,ঘ,ও-ঙ) এর অপরাধ প্রমানিত হওয়ায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে,এর-ই সাথে উক্ত স্থান থেকে ৮হাজার ১শত ঘনফুট বালু জব্দ করা হয়, পরবর্তীতে জব্দকৃত বালু নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হবে বলে ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ই দন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শামীম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনেে ফলে আশেপাশে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ও বালু মহাল আইনের ধারা সমূহে অপরাধ প্রমানিত হওয়ায় মোঃ জহির নামে ১ জন,কে আটক করে এক বছরের বিনাশ্রমে কারাদণ্ড প্রধান করা হয়েছে। তিনি আরো জানান পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন এসময় উপস্থিত ছিলেন রামগড় ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন,সহ রামগড় থানা পুলিশের একটি বিশেষ ফোর্স।