ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা বাবা হয়েছেন জেমস, জানালেন নতুন বিয়ের খবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ ভ্রান্ত তথ্য : প্রধান উপদেষ্টা ড্রাইভিং লাইসেন্সের জন্য ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নিতে হবে, মিলবে ভাতা রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও অটোরিকশা উদ্ধার টেকনাফ মেরিন ড্রাইভে ২৯ ভুক্তভোগী উদ্ধার, মানব পাচারকারী ৩ জন আটক এজাহারনামীয় আসামি শুভ র‍্যাব-১১ হাতে গ্রেফতার পটুয়াখালীতে সড়ক ও জনপথ কর্মচারীদের ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত : বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী, গোপালগঞ্জ: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস–২০২৫।

“শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কর, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মো. আব্দুল্লাহ, এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাইন বিল্লাহ, এবং গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহে আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক জাতি গঠনের মূল চালিকাশক্তি। তাই শিক্ষক সমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে আরও দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলা জরুরি। পাশাপাশি শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

এছাড়া দিবসটি উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায়ও পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা

গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত : বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় : ১০:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

গোলাম রব্বানী, গোপালগঞ্জ: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস–২০২৫।

“শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কর, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মো. আব্দুল্লাহ, এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাইন বিল্লাহ, এবং গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহে আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক জাতি গঠনের মূল চালিকাশক্তি। তাই শিক্ষক সমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে আরও দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলা জরুরি। পাশাপাশি শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

এছাড়া দিবসটি উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায়ও পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।