চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে ফেনসিডিল বহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা।
র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৭ অক্টোবর সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং সুন্দরপুর ইউনিয়নের কালিনগর এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে মোঃ মজিবুর রহমান (৬৫), পিতা-মৃত আলফাজ এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে মোঃ দুরুল হুদা (৫৩), পিতা-মৃত এরফান আলী, সাং-জয়ন্দিপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়।
এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলের বাম পাশে থাকা নেভি-ব্লু রঙের ব্যাগ তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।