কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি সরকারি অনুষ্ঠান চলাকালীন প্রধান অতিথি ইউএনও মো: মাঈদুল ইসলামের বক্তব্য শেষ হতে না হতেই সরকারি ব্যানার সরিয়ে একটি এনজিওর ব্যানার তরিগড়ি করে টানিয়ে ফটোসেশন করতে দেখা গেছে।
বুধবার ৮ অক্টোবর সকাল ১১ টায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলাম।
এ বিষয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি জানান এমনটি করা যাবে।
একই দর্শক, উপস্থিতি, বক্তা ও সাংবাদিক কিন্তু হঠাৎ করে একটি এনজিও সরকারি প্রোগ্রামের প্রধান অতিথি বক্তব্য শেষ করতে না করতেই ব্যানার টানিয়ে ফটোসেশন করতে পারে কি না এ নিয়ে জনমনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সরকার যেখানে নারী ও শিশুদের কল্যাণে অর্থ ব্যয় করে কাজ করছে সেখানে সরকারি প্রোগ্রাম শেষ হতে না হতেই একটি এনজিও একই পরিবেশে ফটোসেশন করতে পারে কি না এ নিয়ে দায়িত্বশীলদের কর্তব্য পরায়ণ নিয়ে নানা প্রশ্ন তুলছে মানুষজন।
একজন ইউএনও যেখানে সরকারি প্রোগ্রামে তার বক্তব্য শেষই করতে পারেনি সে জায়গায় একটি এনজিওর ব্যানার টানাতে তরিগড়ি করাকে নির্বাহী কর্মকর্তাকে চরম অবমাননা বলে মনে করছেন বিজ্ঞজনেরা।
এ ছাড়া দেখা যায়, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের কর্মচারী ও আনসার সদস্যসহ এনজিওর প্রতিনিধি বেসরকারি ব্যানার টানাতে তরিগড়ি করছে।