আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী লিফলেট বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের ২নং ওয়ার্ড শাখা।
বুধবার ৮ অক্টোবর বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মৌচাক মদিনা মসজিদ, মিজমিজি চৌধুরীপাড়া ও মিজমিজি আমজাদ মার্কেট হয়ে ডাম্পিং এর দশ পাইপ এলাকাসহ বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এলাকাজুড়ে প্রচারণা শুরু হলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমানের পরিচালনায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক তৈয়ম হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক সেন্টু বেপারী, সাবেক সদস্য হাবিবুর রহমান খান, সেলিম মিয়া, ২নং ওয়ার্ড কৃষকদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান, জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শামীম, দপ্তর সম্পাদক মামুন রহমান ছিদয়, ৩নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, ৪নং ওয়ার্ড কৃষকদলের সহ-সভাপতি খলিল খান, ২নং ওয়ার্ড কৃষকদল নেতা আতিক, আলমগীর, রাতুল ও জনি প্রমুখ।
জনগণ এখন পরিবর্তন চায়। তাই ধানের শীষের পক্ষে মানুষের সাড়া উৎসাহজনক। নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের নেতৃত্বে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবে।
এ সময় এলাকার বিভিন্ন স্থানে পথসভা, প্রচারপত্র বিতরণ ও সরাসরি ভোট প্রার্থনার মাধ্যমে প্রচারণা চালানো হয়। স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ এ কার্যক্রমে আগ্রহভরে অংশ নেন এবং অনেকেই ধানের শীষের পক্ষে সমর্থন জানান।
সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের আহ্বানে আমরা মাঠে নেমেছি জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে। ধানের শীষে ভোট দিয়ে দেশপ্রেমিক নেতৃত্বকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ধানের শীষ হচ্ছে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের মন জয় করতে চাই। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন।”