ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষকদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা অন্যায়ভাবে বাংলাদেশে এসে ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে সিদ্ধিরগঞ্জবাসীর আস্থার প্রতীক ট্রাস্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ভুল রক্তে শেষ নিঃশ্বাস প্রসূতি খাদিজার — কালিয়াকৈরের রুমাইসা হাসপাতালে ট্র্যাজেডি! ইউপি সদস্যের বসত বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা, ব্রাহ্মণপাড়ায় ১০০ কেজিসহ আটক ১ শুধু নিষেধাজ্ঞা নয়, নিরাপদ বিকল্প জীবিকা চাই: ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তার দাবিতে সেমিনার এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা মিরপুরের পিচ নিয়ে সমালোচনা, যা বললেন মুশতাক আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান: ক্রেমলিন সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্নের পথে আফগানিস্তান। ২০২৩ ও ২০২৪ সালে দুই দলের ওয়ানডে সিরিজ জিতেছিল আফগানরা। এবারও ৩ ম্যাচের সিরিজে দলটি ১–০ তে এগিয়ে।

আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। সিরিজের প্রথম ওয়ানডে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জেতার বিকল্প নাই টাইগারদের সামনে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে।

সিরিজের প্রথম ম্যাচে দুই ওপেনার তামিম ও সাইফের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাদের উপরই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। সাবেক অধিনায়ক শান্ত খেলবেন তিনে। ভিসা জটিলতা কাটিয়ে নাঈম শেখ দলের সঙ্গে যোগ দিলেও তাকে একাদশে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

মিডল অর্ডারে খেলবেন তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। নুরুল হাসান আজও একটা সুযোগ পেতে পারেন। স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ। সেক্ষেত্রে দুই পেসার নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। বিশ্রামে থাকা মুস্তাফিজের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত। দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের সঙ্গে ওয়ানডে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা। ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন/তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান।

 

 

 

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আপডেট সময় : ০৫:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্নের পথে আফগানিস্তান। ২০২৩ ও ২০২৪ সালে দুই দলের ওয়ানডে সিরিজ জিতেছিল আফগানরা। এবারও ৩ ম্যাচের সিরিজে দলটি ১–০ তে এগিয়ে।

আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। সিরিজের প্রথম ওয়ানডে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জেতার বিকল্প নাই টাইগারদের সামনে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে।

সিরিজের প্রথম ম্যাচে দুই ওপেনার তামিম ও সাইফের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাদের উপরই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। সাবেক অধিনায়ক শান্ত খেলবেন তিনে। ভিসা জটিলতা কাটিয়ে নাঈম শেখ দলের সঙ্গে যোগ দিলেও তাকে একাদশে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

মিডল অর্ডারে খেলবেন তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। নুরুল হাসান আজও একটা সুযোগ পেতে পারেন। স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ। সেক্ষেত্রে দুই পেসার নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। বিশ্রামে থাকা মুস্তাফিজের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত। দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের সঙ্গে ওয়ানডে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা। ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন/তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান।