ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
অভিযান চলাকালে ভুক্তভোগীদের তিনজন র্যাবের কাছে আশ্রয় নিয়ে অভিযোগ করলে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১০ অক্টোবর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা লেঙ্গুরবিল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তবে চক্রের আরও চারজন সদস্য কৌশলে পালিয়ে যায় বলে জানায় র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: আক্তার হোসেন (৩৪), পিতা জাফর আলম, মাতা মোছাঃ মোস্তফা খাতুন, বাড়ি হাতিয়ার ঘোনা, ২নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন;মো. হামিম (২১), পিতা মো. কাছিম, মাতা মোছাঃ ছলিমা খাতুন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প-০৪, উখিয়া;এবং আরাফাত উল্লাহ (২৬), পিতা আব্দুর রহমান, মাতা রাজুমা বেগম, বালুখালি রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্প-১৯, উখিয়া, কক্সবাজার।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের টেকনাফে এনে আটক করে রাখে এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।
একপর্যায়ে ভুক্তভোগীরা কৌশলে পালিয়ে র্যাব-১৫ কার্যালয়ে আশ্রয় নেয় ও অভিযোগ করে।
ভুক্তভোগী মো. মেহেরাজ উদ্দিন (১৯) বাদী হয়ে ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
র্যাব-১৫ জানায়, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অপহরণ, মানবপাচার, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সাম্প্রতিক সময়ে অপহরণ ও ডাকাতি দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।