আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সুজন (২৭)। তিনি নড়িয়া, শরীয়তপুর জেলার চরআট্টা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে স্থায়ীভাবে সিদ্ধিরগঞ্জের আল আমিন নগর এলাকায় বসবাস করেন।
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, সকালে সিদ্ধিরগঞ্জ থানার কিলো-৩ ডিউটি কালে সড়কে অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ ওয়ালি উল্লাহ, সঙ্গী অফিসার এএসআই (নিঃ) সাইফুল ইসলাম এবং কনস্টেবল মোশলেছুর রহমান (কন/১১৭৯) ও কনস্টেবল শামিম (কন/১৩৪৯)। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে, সুজনকে আটক করা হয়। অপর আসামি পালিয়ে যায়, যাকে পরে পাগলাবাড়ী, সিদ্ধিরগঞ্জ এলাকায় খোঁজা হয়েছে।
গ্রেফতারকালে সুজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। মোট ওজন ২ গ্রাম, আনুমানিক মূল্য ৬,০০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুজন এসব মাদক দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জে বিক্রি করত। পুলিশের অভিযানে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮” এর ৩৬(১)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, আমাদের লক্ষ্য মাদক নির্মূল করা। এই অভিযানে সফল হওয়ায় থানার কর্মকর্তা ও ফোর্সকে ধন্যবাদ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্রেফতারকৃত আসামিকে আজ রবিবার, ১২ অক্টোবর ২০২৫, আদালতে পাঠানো হয়েছে ।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- ৪৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ