ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ ভ্রান্ত তথ্য : প্রধান উপদেষ্টা ড্রাইভিং লাইসেন্সের জন্য ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নিতে হবে, মিলবে ভাতা রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও অটোরিকশা উদ্ধার টেকনাফ মেরিন ড্রাইভে ২৯ ভুক্তভোগী উদ্ধার, মানব পাচারকারী ৩ জন আটক এজাহারনামীয় আসামি শুভ র‍্যাব-১১ হাতে গ্রেফতার পটুয়াখালীতে সড়ক ও জনপথ কর্মচারীদের ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন রামগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার

টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ২৮ রোহিঙ্গা আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব–১৫)। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় এক তরুণকেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিকদারপাড়া এলাকায় র‌্যাব–১৫–এর সিপিসি–১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা অবৈধভাবে ক্যাম্পের বাইরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে। কেউ কেউ এমনকি জায়গা কিনে বাড়ি নির্মাণেরও চেষ্টা করছে। ক্যাম্পের বাইরে এসে তাঁরা খুন, ছিনতাই, মাদকপাচার, অপহরণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পশ্চিম শিকদারপাড়ার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। এ সময় রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে একজন স্থানীয় তরুণকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশ্রয়দাতা হলেন বোরহানউদ্দিন (১৮), পিতা রশিদ আহম্মেদ, মাতা মৃত শাহানা আক্তার। তাঁর বাড়ি হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ায়। বর্তমানে তিনি হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদারপাড়ায় বসবাস করছিলেন।

র‌্যাব জানায়, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রোধে এবং এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাব–১৫ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা

টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ২৮ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব–১৫)। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় এক তরুণকেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিকদারপাড়া এলাকায় র‌্যাব–১৫–এর সিপিসি–১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা অবৈধভাবে ক্যাম্পের বাইরে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছে। কেউ কেউ এমনকি জায়গা কিনে বাড়ি নির্মাণেরও চেষ্টা করছে। ক্যাম্পের বাইরে এসে তাঁরা খুন, ছিনতাই, মাদকপাচার, অপহরণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পশ্চিম শিকদারপাড়ার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। এ সময় রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে একজন স্থানীয় তরুণকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশ্রয়দাতা হলেন বোরহানউদ্দিন (১৮), পিতা রশিদ আহম্মেদ, মাতা মৃত শাহানা আক্তার। তাঁর বাড়ি হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ায়। বর্তমানে তিনি হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদারপাড়ায় বসবাস করছিলেন।

র‌্যাব জানায়, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান রোধে এবং এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাব–১৫ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।