আলোকিত কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে পলাতক আসামি রুবেল মিয়া (৩৮) কে ২৪ ঘণ্টার মধ্যে জামালপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১১ সদর কোম্পানি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এবং র্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের যৌথ আভিযানিক দল মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ বিকেল ৪:০৫ ঘটিকার সময় জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পোগলদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত রুবেল মিয়া সোনারগাঁয়ের ষোলপাড়া এলাকার বাসিন্দা। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী ২০০৮ সালে মৃত্যুবরণ করেন। ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিম ও রুবেল মিয়ার মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিম আসামীর বাড়ীতে যাতায়াত শুরু করেন এবং বিবাহের প্রতিশ্রুতির আশ্বাসে প্রায় ৫,৫০,০০০ টাকা হরপুত্র হিসেবে দেন। পরবর্তীতে আসামী একাধিকবার ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
ঘটনার মূল দিন, ১২ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ১১টায় রুবেল মিয়া ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিমকে হত্যা করার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরের দিন ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। ভিকটিম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
র্যাবের গোয়েন্দা নজরদারী ও যৌথ অভিযান শেষে জামালপুর থেকে গ্রেফতারকৃত রুবেল মিয়া পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।