ফরহাদ রহমান : টেকনাফ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার বিকেল ৩টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি নুরুল হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ রহমানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন। এ সময় বক্তব্য রাখেন সাবেকুন্নেহার বেবী, সাদ্দাম হোসেন সাজ্জাদ, সাব্বির আহমদ, মোজাম্মেল হক, ইমান হোসাইন, আনোয়ার হোসেন ও সালাউদ্দিন কামরুল ইসলাম প্রমুখ।
সভায় সভাপতি নুরুল হোসাইন বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতাও কামনা করেন।
সাধারণ সম্পাদক ফরহাদ রহমান বলেন, “প্রেসক্লাব হচ্ছে সাংবাদিকদের অভিন্ন প্ল্যাটফর্ম। আমাদের ব্যক্তিগত মতভেদ নয়, পেশাগত ঐক্যই হোক সবচেয়ে বড় শক্তি। টেকনাফে যারা মাঠে কাজ করছেন, তাঁদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে টেকনাফের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে চাই।”
সভায় প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনা, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত:সদস্যদের আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রেসক্লাবের নীতি, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে কয়েকজন সদস্যের সদস্যপদ বাতিল করা হলো।
এছাড়া, ভবিষ্যতে প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষার্থে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্তও গৃহীত হয়।