নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝগড়াঝাটির এক পর্যায়ে শারীরিক প্রতিবন্ধী মা দিনু বেগমক (৫৫) এলোপাথাড়ি লাথি ও মারধর করে হত্যা করার অভিযোগ ওঠেছে তার দুই সৎ ছেলের বিরুদ্ধে৷ গত সোমবার মিনু বেগমের সৎ ছেলে জহিরুল ও নজরুল এর সাথে জমিজমা সংক্রান্তবরিরোধ ও একটি ডাব গাছ থেকে ডাবপাড়া নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মিনু বেগমের ছেলে ইব্রাহিমকে মারধর করে তার সৎ ভাই জহিরুল ইসলাম ও নজরুল ইসলাম৷
অভিযোগ রয়েছে এ সময়ে মিনু বেগম ছেলেকে বাচাতে এগিয়ে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জহিরুল ও নজরুল৷ এ নিয়ে উভয়পক্ষ মারামারি চলে৷ এক পর্যায়ে ইব্রাহিম ইটা দিয়ে নজরুলের মাথা থেতলে রক্তাক্ত করে৷
ইব্রাহিম অভিযোগ করেন ওই সময় নজরুল ও জহিরুল মিনু বেগমকে এলোপাথাড়ি কিলঘুষি ও লাথি মেরে ফেলে দিলে তার রক্তক্ষরণ শুরু হয়৷ মুমুর্ষ অবস্থায় মিনু বেগমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টারিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই তার মৃত্যু হয়৷
ইব্রাহিম বলেন মায়ের লাশ পোস্টমর্টেমের জন্য ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে আছি এ ব্যাপারে আমরা থানায় মামলা করবো৷ নিহত মিনু বেগম পশ্চিম কলাবাগ এলাকার মোঃ ইসমাইল হোসেনের স্ত্রী৷ ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘরে তালা লাগিয়ে পালিয়ে আত্মগোপনে রয়েছে৷ সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম বলেন এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো৷