ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষকদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা অন্যায়ভাবে বাংলাদেশে এসে ভারতীয় জেলেদের মাছ ধরা বন্ধ করতে হবে সিদ্ধিরগঞ্জবাসীর আস্থার প্রতীক ট্রাস্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ভুল রক্তে শেষ নিঃশ্বাস প্রসূতি খাদিজার — কালিয়াকৈরের রুমাইসা হাসপাতালে ট্র্যাজেডি! ইউপি সদস্যের বসত বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা, ব্রাহ্মণপাড়ায় ১০০ কেজিসহ আটক ১ শুধু নিষেধাজ্ঞা নয়, নিরাপদ বিকল্প জীবিকা চাই: ক্ষুদ্র জেলেদের ন্যায্য সহায়তার দাবিতে সেমিনার এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা মিরপুরের পিচ নিয়ে সমালোচনা, যা বললেন মুশতাক আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান: ক্রেমলিন সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

অভিবাসীদের স্থায়ী বসবাসের নিয়ম কঠোর করছে যুক্তরাজ্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাজ্যে অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি (ইনডেফিনিট লিভ টু রিমেইন) পাওয়ার নিয়ম আরো কঠোর করার পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, যারা স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে চাইবেন, তাদের অবশ্যই একটি চাকরি থাকতে হবে। কোনো ধরনের সরকারি ভাতা দাবি করা যাবে না এবং তাদেরকে কমিউনিটি সেবামূলক কাজে অংশ নিতে হবে।

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় এমন পরিকল্পনার কথা জানানো হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বর্তমানে যাদের পরিবার যুক্তরাজ্যে রয়েছে এবং যারা পাঁচ বছর ধরে সেখানে বসবাস করছে, তারা ‘অনির্দিষ্টকালীন থাকার অনুমতি’ বা স্থায়ী বসবাসের জন্য যোগ্য। যারা যে কোনো ধরনের ভিসায় ১০ বছর আইনত যুক্তরাজ্যে অবস্থান করেছেন তারাও।

এই যোগ্য ব্যক্তিরা যুক্তরাজ্যে বসবাস, কাজ, পড়াশোনা ও সরকারি ভাতা পাওয়ার অধিকার অর্জন করেন এবং পরবর্তীতে ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তবে নীতিগতভাবে এক বড় পরিবর্তনের মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার পরিকল্পনা ঘোষণা করবেন।

নতুন প্রস্তাব অনুযায়ী, ‘অভিবাসীদের সামাজিক নিরাপত্তায় অবদান প্রদানের প্রমাণ, অপরাধমুক্ত রেকর্ড ও কোনো ধরনের সরকারি ভাতা না নেওয়ার শর্ত পূরণ করতে এবং তাদের সম্প্রদায়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে।

লেবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার লেবার পার্টির বার্ষিক সম্মেলনে এই পরিকল্পনা ঘোষণা করবেন। সরকার এ বছরের শেষের দিকে এই পরিবর্তন নিয়ে জনমত যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবে।

এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন কট্টর-ডানপন্থী বিরোধী দল রিফর্ম পার্টি বলেছে যে ‘অনির্দিষ্টকালীন থাকার অনুমতি’ সম্পূর্ণরূপে বাতিল করা হবে এবং অভিবাসীদের প্রতি পাঁচ বছর পরপর নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।

দলটি বর্তমানে জাতীয় জরিপে এগিয়ে রয়েছে। যারা ইতোমধ্যেই স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন, এটি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার রবিবার রিফর্মের পরিকল্পনাকে ‘বর্ণবাদী’ বলে অভিহিত করে বলেন, এটি ‘দেশকে ছিন্নভিন্ন করে দেবে।’

যুক্তরাজ্যে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ সমস্যা। শাবানা দলের সদস্যদের সতর্ক করেন যে এই সমস্যার সমাধান না হলে, ‘কর্মজীবী মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং রিফর্ম নেতা নাইজেল ফারাজের মিথ্যা প্রতিশ্রুতিকে অনুসরণ করবে’।

লেবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার অর্থমন্ত্রী র‌্যাচেল রিভসও সম্মেলনে ভাষণ দেবেন।

ভাষণে তিনি ‘ব্রিটেনের পুনর্গঠনে বিনিয়োগের প্রতিশ্রুতি’ দেবেন এবং তরুণদের কর্মসংস্থানের জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র : রয়টার্স।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের উদ্দেশ্যে যা বললেন প্রধান উপদেষ্টা

অভিবাসীদের স্থায়ী বসবাসের নিয়ম কঠোর করছে যুক্তরাজ্য

আপডেট সময় : ০৫:৫০:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাজ্যে অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি (ইনডেফিনিট লিভ টু রিমেইন) পাওয়ার নিয়ম আরো কঠোর করার পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, যারা স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে চাইবেন, তাদের অবশ্যই একটি চাকরি থাকতে হবে। কোনো ধরনের সরকারি ভাতা দাবি করা যাবে না এবং তাদেরকে কমিউনিটি সেবামূলক কাজে অংশ নিতে হবে।

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় এমন পরিকল্পনার কথা জানানো হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বর্তমানে যাদের পরিবার যুক্তরাজ্যে রয়েছে এবং যারা পাঁচ বছর ধরে সেখানে বসবাস করছে, তারা ‘অনির্দিষ্টকালীন থাকার অনুমতি’ বা স্থায়ী বসবাসের জন্য যোগ্য। যারা যে কোনো ধরনের ভিসায় ১০ বছর আইনত যুক্তরাজ্যে অবস্থান করেছেন তারাও।

এই যোগ্য ব্যক্তিরা যুক্তরাজ্যে বসবাস, কাজ, পড়াশোনা ও সরকারি ভাতা পাওয়ার অধিকার অর্জন করেন এবং পরবর্তীতে ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তবে নীতিগতভাবে এক বড় পরিবর্তনের মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার পরিকল্পনা ঘোষণা করবেন।

নতুন প্রস্তাব অনুযায়ী, ‘অভিবাসীদের সামাজিক নিরাপত্তায় অবদান প্রদানের প্রমাণ, অপরাধমুক্ত রেকর্ড ও কোনো ধরনের সরকারি ভাতা না নেওয়ার শর্ত পূরণ করতে এবং তাদের সম্প্রদায়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে।

লেবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার লেবার পার্টির বার্ষিক সম্মেলনে এই পরিকল্পনা ঘোষণা করবেন। সরকার এ বছরের শেষের দিকে এই পরিবর্তন নিয়ে জনমত যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবে।

এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন কট্টর-ডানপন্থী বিরোধী দল রিফর্ম পার্টি বলেছে যে ‘অনির্দিষ্টকালীন থাকার অনুমতি’ সম্পূর্ণরূপে বাতিল করা হবে এবং অভিবাসীদের প্রতি পাঁচ বছর পরপর নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।

দলটি বর্তমানে জাতীয় জরিপে এগিয়ে রয়েছে। যারা ইতোমধ্যেই স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন, এটি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার রবিবার রিফর্মের পরিকল্পনাকে ‘বর্ণবাদী’ বলে অভিহিত করে বলেন, এটি ‘দেশকে ছিন্নভিন্ন করে দেবে।’

যুক্তরাজ্যে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ সমস্যা। শাবানা দলের সদস্যদের সতর্ক করেন যে এই সমস্যার সমাধান না হলে, ‘কর্মজীবী মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং রিফর্ম নেতা নাইজেল ফারাজের মিথ্যা প্রতিশ্রুতিকে অনুসরণ করবে’।

লেবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার অর্থমন্ত্রী র‌্যাচেল রিভসও সম্মেলনে ভাষণ দেবেন।

ভাষণে তিনি ‘ব্রিটেনের পুনর্গঠনে বিনিয়োগের প্রতিশ্রুতি’ দেবেন এবং তরুণদের কর্মসংস্থানের জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র : রয়টার্স।