আধ্যাত্মিক মূল্যবোধ ও মানবতার আলো ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জ মহানগর কাদরিয়া চিশতিয়া বাউল একাডেমি-র উদ্যোগে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী মিলাদ ও দোয়া মাহফিল।
রবিবার, ৮ জুলাই রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকার প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পাশে মিতালী মার্কেট সংলগ্ন চৌধুরী কমপ্লেক্সে এ ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কাদরিয়া চিশতিয়া বাউল একাডেমি-র সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুমন সরকার, সাধারণ সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ সুমন দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিলন দেওয়ান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কাদরিয়া চিশতিয়া বাউল একাডেমি-র পরিচালক মোহাম্মদ মোসলেম উদ্দিন জামাই ও চৌধুরী কমপ্লেক্সের মালিক জনাব মোঃ সি এম মোজাম্মেল হক চৌধুরী হিমেল পরিবার উপস্থিত ছিলেন ।
নারায়ণগঞ্জ মহানগর কাদরিয়া চিশতিয়া বাউল একাডেমি-র এই আয়োজনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত, অনুসারী ও জনপ্রিয় বাউল শিল্পীদের উপস্থিতিতে চৌধুরী কমপ্লেক্স এক আধ্যাত্মিক পরিবেশে মুখরিত হয়ে ওঠে। দরুদ পাঠ এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং নারায়ণগঞ্জ মহানগর কাদরিয়া চিশতিয়া বাউল একাডেমি-র সার্বিক অগ্রগতি ও সফলতা কামনা করা হয়।
আয়োজকরা জানান, নারায়ণগঞ্জ মহানগর কাদরিয়া চিশতিয়া বাউল একাডেমি শুধুমাত্র সংগীতচর্চার প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি আধ্যাত্মিক ও মানবিক শিক্ষার কেন্দ্র। ভবিষ্যতেও সমাজ কল্যাণ মূলক ও ধর্মীয়-সাংস্কৃতিক উদ্যোগে তারা অব্যাহত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ কাদরিয়া চিশতিয়া বাউল একাডেমির উদ্যোগে আশুরা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
শেখ নিয়াজ মোহাম্মদ বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ১২:২৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- ১৬৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ