নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুন ভূঁইয়াকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ১নং আসামি জাহিদুল ইসলাম বাবু (২৮)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
বুধবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাঁচগাঁও, কেদারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করাহয়।
গ্রেফতারকৃত আসামি জাহিদুল ইসলাম বাবু,(২৮) সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মর্তুজাবাদ এলাকার মুঞ্জু মিয়ার ছেলে ।
র্যাব জানায়, গত ১০ জুন বিকেলে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া নয়াবাজার এলাকায় মামুন ভূঁইয়া হত্যাকাণ্ড ঘটে। খোকা নামে একজনকে স্থানীয়রা আটক করলে খবর পেয়ে বাবু লোকজন নিয়ে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে ২০-২৫ জনের একটি দল মোটরসাইকেলে এসে ব্যবসায়ী মামুনকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে বাবু তার হাতে থাকা পিস্তল দিয়ে মামুনের মাথায় গুলি করে।
গুলিবিদ্ধ মামুনকে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়। পরদিন নিহতের ভাই বাদল ভূঁইয়া রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদ বাবুকে শরীয়তপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি জাহিদুল ইসলাম বাবুকে পরবর্তীত আইনানুম কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে মামুন হত্যা মামলার প্রধান আসামি বাবু শরীয়তপুর থেকে গ্রেপ্তার
-
শেখ নিয়াজ মোহাম্মদ বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০১:২৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- ৬৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ