ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা বাবা হয়েছেন জেমস, জানালেন নতুন বিয়ের খবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপির চার নেতা নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ ভ্রান্ত তথ্য : প্রধান উপদেষ্টা ড্রাইভিং লাইসেন্সের জন্য ৬০ ঘণ্টা প্রশিক্ষণ নিতে হবে, মিলবে ভাতা রূপগঞ্জে নিরাপদ সড়ক দিবস-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও অটোরিকশা উদ্ধার টেকনাফ মেরিন ড্রাইভে ২৯ ভুক্তভোগী উদ্ধার, মানব পাচারকারী ৩ জন আটক এজাহারনামীয় আসামি শুভ র‍্যাব-১১ হাতে গ্রেফতার পটুয়াখালীতে সড়ক ও জনপথ কর্মচারীদের ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনের প্রেসিডেন্ট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের ফলে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ পিএলও (ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন) এবং পিএ (ফিলিস্তিনি অথরিটি)-এর কর্মকর্তাদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে জাতিসংঘ সদর দপ্তর সংক্রান্ত বিশেষ চুক্তির অধীনে ফিলিস্তিনি মিশনের সদস্যরা যে বিশেষ ভিসা সুবিধা পেয়ে থাকেন, তা এখনও কার্যকর থাকবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং নিউইয়র্ক পোস্টের সূত্রে জানা গেছে, একটি অভ্যন্তরীণ সরকারি বার্তার মাধ্যমে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগট বলেন, ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে পিএলও এবং ফিলিস্তিনি অথরিটির সদস্যদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হবে।

তিনি আরও বলেন, শান্তি আলোচনায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হওয়ার আগে ফিলিস্তিনকে সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে হবে। পাশাপাশি, একটি কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতির প্রচেষ্টা বন্ধ করতে হবে। এই ধরনের পদক্ষেপের কোনো ফলপ্রসূ ফলাফল নেই। উল্লেখ্য, এবারের জাতিসংঘ অধিবেশনে ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এমন একটি সময়ে মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০১:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের ফলে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ পিএলও (ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন) এবং পিএ (ফিলিস্তিনি অথরিটি)-এর কর্মকর্তাদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে জাতিসংঘ সদর দপ্তর সংক্রান্ত বিশেষ চুক্তির অধীনে ফিলিস্তিনি মিশনের সদস্যরা যে বিশেষ ভিসা সুবিধা পেয়ে থাকেন, তা এখনও কার্যকর থাকবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং নিউইয়র্ক পোস্টের সূত্রে জানা গেছে, একটি অভ্যন্তরীণ সরকারি বার্তার মাধ্যমে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগট বলেন, ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে পিএলও এবং ফিলিস্তিনি অথরিটির সদস্যদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হবে।

তিনি আরও বলেন, শান্তি আলোচনায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হওয়ার আগে ফিলিস্তিনকে সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে হবে। পাশাপাশি, একটি কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতির প্রচেষ্টা বন্ধ করতে হবে। এই ধরনের পদক্ষেপের কোনো ফলপ্রসূ ফলাফল নেই। উল্লেখ্য, এবারের জাতিসংঘ অধিবেশনে ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এমন একটি সময়ে মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।