ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে চার বছর বয়সী এক শিশুকে হত্যা করে কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) কক্সবাজারের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং–৪–এ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন তারা।
টেকনাফ থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুজন হলো—ফারেজ (১৮), পিতা ফরিদ আহমদ ও মাতা জুবেদা খাতুন; এবং আরফাত (১৬), পিতা জিয়াউর রহমান ও মাতা খালেদা বেগম। দুজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার ২নং হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী হোয়াকিয়া পাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, তারা আদালতে স্বীকার করেছে—ভিকটিম হোজাইফা নুসরাত আফসি (৪)-কে কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়।
এর আগে গত ৪ অক্টোবর দুপুরে টেকনাফ থানাধীন পশ্চিম সিকদার পাড়ায় জনাব ফরিদ আহমদের ভাড়াবাসা থেকে নিখোঁজ থাকা ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।ঘটনার পরদিন শিশুটির পিতা মামুনুর রশিদ থানায় মামলা করেন।
পরে টেকনাফ থানা পুলিশ এফআইআর নং–১৭, তারিখ ৫ অক্টোবর ২০২৫, জি আর নং–৭০৩/২৫, ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী হত্যা মামলা রুজু করে।মামলার এজাহারনামীয় ৫ জন আসামি ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত ২ জন কিশোরসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “গ্রেপ্তার আসামিদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। মামলাটির তদন্ত দ্রুতগতিতে চলছে এবং বাকি আসামিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।