গোলাম রব্বানী,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ডিসি ইকোপার্কে একটি নতুন মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে দোয়া ও মুনাজাতের মাধ্যমে।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ডিসি ইকোপার্ক প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ কাজের সূচনা করা হয়, যা পার্কে আগত দর্শনার্থী ও মুসল্লিদের নামাজ আদায়ে সুবিধা দেবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব) মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
গোপালগঞ্জ জেলা পরিষদ বাস্তবায়নাধীন এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২০ লক্ষ টাকা (২০,০০,০০০/-)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. তারেক সুলতান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত এবং জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী এ.টি.এম. সাদিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় মুসল্লিগণ।
উদ্বোধন শেষে মসজিদ নির্মাণ কাজের সফলতা ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
মসজিদটি নির্মাণ সম্পন্ন হলে ডিসি ইকোপার্কে আগত দর্শনার্থী ও মুসল্লিদের নামাজ আদায়ে আরও সুবিধা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।