ফরহাদ রহমান,টেকনাফ: কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে নৌ–পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার আনোয়ার প্রজেক্টের পূর্ব পাশে নদীর হরের চরে লাশটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা খবর দেন বিজিবিকে।
খবর পেয়ে বিজিবি নৌ–পুলিশকে বিষয়টি জানায়। পরে নৌ–পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পরে নিহতের স্ত্রী লাশটি শনাক্ত করেন। তিনি জানান, তাঁর স্বামী মো. বশির আহমেদ (৩৪) প্রায় সাত–আট দিন আগে উখিয়া ক্যাম্প–১১, ব্লক ডি/১৫ এলাকার শেড থেকে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ হন।
স্থানীয় জেলে আবদুস সালাম বলেন, “আমরা নদীতে জাল ফেলছিলাম। হঠাৎ দেখি কিছু একটা ভাসছে। কাছে গিয়ে দেখি মানুষের লাশ। তখনই বিজিবিকে খবর দিই।”
চৌধুরীপাড়ার এক গ্রামবাসী বলেন, “নাফ নদীতে মাঝেমধ্যেই মৃতদেহ ভেসে আসে। কেউ মাছ ধরতে গিয়ে ডুবে যায়, কেউ আবার সীমান্ত পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।”
নৌ–পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।