ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও অটোরিকশা উদ্ধার টেকনাফ মেরিন ড্রাইভে ২৯ ভুক্তভোগী উদ্ধার, মানব পাচারকারী ৩ জন আটক এজাহারনামীয় আসামি শুভ র‍্যাব-১১ হাতে গ্রেফতার পটুয়াখালীতে সড়ক ও জনপথ কর্মচারীদের ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন রামগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার সিদ্ধিরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান,৫১ পরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈরে রুমাইসা হাসপাতাল বন্ধের নির্দেশ বিজিবির নৌ-অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

সিদ্ধিরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে শিমরাইল হাইওয়ে ক্যাম্প, গাজীপুর হাইওয়ে রিজিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
‎এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল—মানসম্মত হেলমেট, নিরাপদ গতি; কমবে জীবন ও সম্পদের ক্ষতি।

‎অনুষ্ঠানের শুরুতে হাইওয়ে পুলিশের সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক, চালক ও পথচারীরা সিমরাইল মোড়ে সমবেত হন। পরে একটি বিশাল র‍্যালি বের হয়, যা সিমরাইল মোড় থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় হাইওয়ে ক্যাম্পে এসে শেষ হয়।

‎র‍্যালি শেষে পথসভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন টেকসই করতে হলে নিরাপদ সড়ক ব্যবস্থার কোনো বিকল্প নেই। সড়ক দুর্ঘটনা রোধে প্রতিটি চালককে হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা ও যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা নিশ্চিত করতে হবে।

‎বক্তারা আরও বলেন, সড়কে একজন মানুষের অসচেতনতা একটি পরিবারের জীবন বিপর্যস্ত করতে পারে। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি যাত্রী, পথচারী ও চালকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের কর্মকর্তা, পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পথসভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ আয়োজনে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন,জাতীয় নিরাপদ সড়ক দিবস আমাদের সবার জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী—সবাইকে সচেতন হতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার ও নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালালে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। আমরা সবাই মিলে নিরাপদ সড়ক গড়ে তুলতে পারি।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও অটোরিকশা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে শিমরাইল হাইওয়ে ক্যাম্প, গাজীপুর হাইওয়ে রিজিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
‎এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল—মানসম্মত হেলমেট, নিরাপদ গতি; কমবে জীবন ও সম্পদের ক্ষতি।

‎অনুষ্ঠানের শুরুতে হাইওয়ে পুলিশের সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক, চালক ও পথচারীরা সিমরাইল মোড়ে সমবেত হন। পরে একটি বিশাল র‍্যালি বের হয়, যা সিমরাইল মোড় থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় হাইওয়ে ক্যাম্পে এসে শেষ হয়।

‎র‍্যালি শেষে পথসভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন টেকসই করতে হলে নিরাপদ সড়ক ব্যবস্থার কোনো বিকল্প নেই। সড়ক দুর্ঘটনা রোধে প্রতিটি চালককে হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা ও যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা নিশ্চিত করতে হবে।

‎বক্তারা আরও বলেন, সড়কে একজন মানুষের অসচেতনতা একটি পরিবারের জীবন বিপর্যস্ত করতে পারে। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি যাত্রী, পথচারী ও চালকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের কর্মকর্তা, পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পথসভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ আয়োজনে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন,জাতীয় নিরাপদ সড়ক দিবস আমাদের সবার জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারী—সবাইকে সচেতন হতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার ও নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালালে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। আমরা সবাই মিলে নিরাপদ সড়ক গড়ে তুলতে পারি।”