নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামুন হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ রাসেল ফকিরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ রাসেল ফকির নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ নাশু ফকির। তিনি মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।
র্যাব জানায়, গত ১০ জুন ২০২৫, মঙ্গলবার বিকেলে রূপগঞ্জের মাঝিপাড়া এলাকায় খোকা নামের একজনকে স্থানীয়রা আটক করলে জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে ছাড়িয়ে নিতে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন স্থানীয় ব্যবসায়ী মামুন ভূঁইয়া (৩৫)। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহত মামুন ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে।
এ ঘটনায় পরদিন রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-১৬, তারিখ-১০ জুন ২০২৫। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৪/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
গ্রেফতারের পর মোহাম্মদ রাসেল ফকিরকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে মামুন হত্যা মামলার পলাতক আসামি রাসেল ফকির গ্রেপ্তার
-
নিয়াজ মোহাম্মদ বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- ৩৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ