নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে সারাদেশে ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৪৩ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন রোগী ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন এক জন ডেঙ্গুরোগী।
এদিকে, গত এক দিনে ৪২২ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে (১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত) মোট ৩৩ হাজার ১২৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৩৭ জনের। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৪৮ জনে।
প্রসঙ্গত, বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল ২০২৩ সালে, যেখানে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বছরভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে এক হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন।