ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের পাগলা এলাকায় ঢাকাইয়া বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়ে ২জন নিহত, আহত ১০ জন টেকনাফে পুলিশের অভিযানে অপহৃত কিশোর উদ্ধার নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যা মামলার অন্যতম আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার র‍্যাব-১১ এর তৎপরতায় অবৈধ পলিথিন কারখানায় মোবাইল কোর্টের অভিযান বিজিবির অভিযানে চোলাই মদসহ দুই পাচারকারী আটক কুমিল্লার গোমতীর চরে সারি সারি ফুলকপির গাছ কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে : আসিফ নজরুল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে মনেপ্রাণে ধারণকারীদের ঐক‍্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের তাগিদ এবি পার্টির চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (নিহত) পরিবারের মাঝে চেক হস্তান্তর পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দরবারে বেতাগী আস্তানা শরীফের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাহফিল সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: বৈষম্যহীন সমাজ বির্নিমাণ ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় রাসুলে পাক (দ.) হলেন অনন্য জীবনাদর্শ – পীরে তরিকত গোলামুর রহমান আশরফ শাহ দরবার এ বেতাগী আস্তানা শরীফে ১১৫ তম পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী (দ.)অনুষ্ঠিত হয়েছে।

ঈদে মিলাদুন্নবী মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ১৪৪৭ হিজরী রাসুল (দঃ) শুভাগমনের ১৫০০ বছর উদযাপন উপলক্ষে উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত ১১৫ তম পবিত্র মহান ১৩ রবিউল আউয়াল পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল রবিবার, ০৭ সেপ্টেম্বর,২০২৫ দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় । দুই পর্বে বিভক্ত অনুষ্ঠান মালার ১ম পর্বে বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রতিষ্ঠাতা পীরে তরিকত কুতুবে জমান আল্লামা মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) নির্দেশিত দরবারে বেতাগী আস্তানা শরীফের উদ্যোগে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র, অভিভাবক, এলাকার সর্বস্তরের জনসাধারন, মুহিব্বীন মুরিদানদের অংশগ্রহনে ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় বেতাগী আস্তানা শরীফ হতে কদলপুর সুলতানুল আরেফিন হযরত আশরফ শাহ বলখী রাহমাতুল্লাহির মাজার শরীফে মোটর শোভা যাত্রা সহকারে জসনে জুলুছের কার্যক্রম অনুষ্ঠিত হয় । জুলুসটি মোটর শোভা যাত্রার মাধ্যমে বেতাগী আস্তানা শরীফ হতে শুরু হয়ে বেতাগী চম্পাতলী, তিনচৌদিয়া, পোমরা শান্তিরহাট, কাপ্তাই রোড হয়ে পাহাড়তলি,চুয়েট, কদলপুর এর গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিত করে কদলপুর হযরত আশরফ শাহ রাহমাতুল্লাহির মাজার শরীফে গিয়ে শেষ হয়। জুলুছের নেতৃত্ব প্রদান করেন এবং দুই পর্বেই বক্তব্য রাখেন ও আখেরী মোনাজাত করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য, হিজরী নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । শোভা যাত্রা শেষে কদলপুর শাহী দরবার শরীফে শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান’র তত্তাবধানে এক সংক্ষিপ্ত অনুষ্টান আয়োজন করা হয় । শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শাহজাদা বদরুদ্দিন মুহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পরিবেশন করেন শাহজাদা কামরুল আরশ মুহাম্মদ মাহমুদুর রহমান জিলান ও মোহাম্মদ বোরহান উদ্দিন। মিলাদ পরিচালনা করেন শাহজাদা কামরুল আরশ মুহাম্মদ মাহমুদুর রহমান জিলান । কদলপুর দরবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কদলপুর দরবার শরীফের শাহজাদা মাওলানা জামালুদ্দিন আশরাফী, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্র ও পোর্ট সিটি ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইশতিয়াক রেজা, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী। বাদ আসর হতে ২য় পর্বে মাওলানা আরিফুর রহমান রাশেদের সঞ্চালনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এতে তাকরির করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত’র প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত হযরতুলহাজ¦ মাওলানা মুহাম্মদ নুর মুহাম্মদ আল কাদেরী (মাঃজিঃআলী), বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, ওয়াজেদিয়া আলীয়া মাদরাসার আরবী প্রভাষক আল্লামা আবদুল হাই হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানীয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা জসিমউদ্দিন আল কাদেরী, মাওলানা মাহফুজুল হক আল কাদেরী ।

মাহফিলে উপস্থিত ছিলেন হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা গাজী শেরেবাংলা আজিজুল হক আলকাদেরী (রাঃ) এর বড়সাহেবজাদা মাওলানা আমিনুল হক আল কাদেরী, শাযের মাওলানা মুহাম্মদ ইসহাক, দরবারের মেজ সাহেবজাদা শাহজাদা আহমদ উল্লাহ মুহাম্মদ জিয়াউর রহমান আবু শাহ, শাহজাদা শাহ আহসান উল্লাহ (শাহচান্দ), শাহজাদা মোহাম্মদ মাহবুবুর রহমান (মওলানা), কদলপুর দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান,শাহজাদা নাহিদ শাহ, শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ সারোয়ার আজম, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী,হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক সিদ্দীকি, মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা আবু জাফর বাদশা, মাওলানা দিদারুল আলম চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান রুমী, রাঙ্গুনয়িা প্রবাসী কল্যাণ পরিষদ,ওমান’র চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান, মহাসচিব মুহাম্মদ এমরান হোসেন পেয়ারু, বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, মোহাম্মদ শামীম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আলমশাহ, মোহাম্মদ হাশেম কন্ট্রাকটর, বখতিয়ার সওদাগর, ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হারুন,মধ্য বেতাগী শাখার সভাপতি মাস্টার দেলওয়ার হোসাইন সাইফু, সাধারণ সম্পাদক মাস্টার এহসানুল করিম, মোহাম্মদ সোলায়মান, শাহজাদা আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান সাকলাইন সহ বিভিন্ন দরবারের সাহেবজাদা,উলামায়ে আহলে সুন্নাত গণ উপস্থিত ছিলেন । বক্তারা বলেন – বৈষম্যহীন সমাজ বির্নিমাণ ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবীতে আল্লাহ পাক রাব্বুল আলামীন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে রাহমাতুল্লিল আলামীন হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেন, যার শুভ আগমনের মাধ্যমে আইয়ামে জাহেলিয়াত এর সমাপ্তি ঘঠে। খতমে খাজেগানে রহমানিয়া ও মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে উভয় পর্বের জুলুস ও মাহফিল সমাপ্ত হয় । দেশ জাতি , মাদরাসার ছাত্র, শিক্ষক, হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীর সমৃুদ্ধি উন্নয়ন কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । পাশাপাশি ১৪৪৭ হিজরী রাসুল (দঃ) শুভাগমনের ১৫০০ বছর উদযাপন উপলক্ষে বেতাগী আনজুমানে রহমানিয়ার পক্ষ হতে আগামী ১২ মাসে ১২টি কর্মসূচী ঘোষনা করেন ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের পাগলা এলাকায় ঢাকাইয়া বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়ে ২জন নিহত, আহত ১০ জন

দরবারে বেতাগী আস্তানা শরীফের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাহফিল সম্পন্ন

আপডেট সময় : ০১:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি: বৈষম্যহীন সমাজ বির্নিমাণ ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় রাসুলে পাক (দ.) হলেন অনন্য জীবনাদর্শ – পীরে তরিকত গোলামুর রহমান আশরফ শাহ দরবার এ বেতাগী আস্তানা শরীফে ১১৫ তম পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী (দ.)অনুষ্ঠিত হয়েছে।

ঈদে মিলাদুন্নবী মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ১৪৪৭ হিজরী রাসুল (দঃ) শুভাগমনের ১৫০০ বছর উদযাপন উপলক্ষে উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত ১১৫ তম পবিত্র মহান ১৩ রবিউল আউয়াল পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল রবিবার, ০৭ সেপ্টেম্বর,২০২৫ দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় । দুই পর্বে বিভক্ত অনুষ্ঠান মালার ১ম পর্বে বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রতিষ্ঠাতা পীরে তরিকত কুতুবে জমান আল্লামা মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) নির্দেশিত দরবারে বেতাগী আস্তানা শরীফের উদ্যোগে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র, অভিভাবক, এলাকার সর্বস্তরের জনসাধারন, মুহিব্বীন মুরিদানদের অংশগ্রহনে ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় বেতাগী আস্তানা শরীফ হতে কদলপুর সুলতানুল আরেফিন হযরত আশরফ শাহ বলখী রাহমাতুল্লাহির মাজার শরীফে মোটর শোভা যাত্রা সহকারে জসনে জুলুছের কার্যক্রম অনুষ্ঠিত হয় । জুলুসটি মোটর শোভা যাত্রার মাধ্যমে বেতাগী আস্তানা শরীফ হতে শুরু হয়ে বেতাগী চম্পাতলী, তিনচৌদিয়া, পোমরা শান্তিরহাট, কাপ্তাই রোড হয়ে পাহাড়তলি,চুয়েট, কদলপুর এর গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিত করে কদলপুর হযরত আশরফ শাহ রাহমাতুল্লাহির মাজার শরীফে গিয়ে শেষ হয়। জুলুছের নেতৃত্ব প্রদান করেন এবং দুই পর্বেই বক্তব্য রাখেন ও আখেরী মোনাজাত করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য, হিজরী নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । শোভা যাত্রা শেষে কদলপুর শাহী দরবার শরীফে শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান’র তত্তাবধানে এক সংক্ষিপ্ত অনুষ্টান আয়োজন করা হয় । শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শাহজাদা বদরুদ্দিন মুহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পরিবেশন করেন শাহজাদা কামরুল আরশ মুহাম্মদ মাহমুদুর রহমান জিলান ও মোহাম্মদ বোরহান উদ্দিন। মিলাদ পরিচালনা করেন শাহজাদা কামরুল আরশ মুহাম্মদ মাহমুদুর রহমান জিলান । কদলপুর দরবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কদলপুর দরবার শরীফের শাহজাদা মাওলানা জামালুদ্দিন আশরাফী, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্র ও পোর্ট সিটি ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইশতিয়াক রেজা, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী। বাদ আসর হতে ২য় পর্বে মাওলানা আরিফুর রহমান রাশেদের সঞ্চালনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এতে তাকরির করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত’র প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত হযরতুলহাজ¦ মাওলানা মুহাম্মদ নুর মুহাম্মদ আল কাদেরী (মাঃজিঃআলী), বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, ওয়াজেদিয়া আলীয়া মাদরাসার আরবী প্রভাষক আল্লামা আবদুল হাই হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানীয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা জসিমউদ্দিন আল কাদেরী, মাওলানা মাহফুজুল হক আল কাদেরী ।

মাহফিলে উপস্থিত ছিলেন হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা গাজী শেরেবাংলা আজিজুল হক আলকাদেরী (রাঃ) এর বড়সাহেবজাদা মাওলানা আমিনুল হক আল কাদেরী, শাযের মাওলানা মুহাম্মদ ইসহাক, দরবারের মেজ সাহেবজাদা শাহজাদা আহমদ উল্লাহ মুহাম্মদ জিয়াউর রহমান আবু শাহ, শাহজাদা শাহ আহসান উল্লাহ (শাহচান্দ), শাহজাদা মোহাম্মদ মাহবুবুর রহমান (মওলানা), কদলপুর দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান,শাহজাদা নাহিদ শাহ, শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ সারোয়ার আজম, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী,হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক সিদ্দীকি, মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা আবু জাফর বাদশা, মাওলানা দিদারুল আলম চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান রুমী, রাঙ্গুনয়িা প্রবাসী কল্যাণ পরিষদ,ওমান’র চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান, মহাসচিব মুহাম্মদ এমরান হোসেন পেয়ারু, বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, মোহাম্মদ শামীম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আলমশাহ, মোহাম্মদ হাশেম কন্ট্রাকটর, বখতিয়ার সওদাগর, ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হারুন,মধ্য বেতাগী শাখার সভাপতি মাস্টার দেলওয়ার হোসাইন সাইফু, সাধারণ সম্পাদক মাস্টার এহসানুল করিম, মোহাম্মদ সোলায়মান, শাহজাদা আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান সাকলাইন সহ বিভিন্ন দরবারের সাহেবজাদা,উলামায়ে আহলে সুন্নাত গণ উপস্থিত ছিলেন । বক্তারা বলেন – বৈষম্যহীন সমাজ বির্নিমাণ ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবীতে আল্লাহ পাক রাব্বুল আলামীন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে রাহমাতুল্লিল আলামীন হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেন, যার শুভ আগমনের মাধ্যমে আইয়ামে জাহেলিয়াত এর সমাপ্তি ঘঠে। খতমে খাজেগানে রহমানিয়া ও মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে উভয় পর্বের জুলুস ও মাহফিল সমাপ্ত হয় । দেশ জাতি , মাদরাসার ছাত্র, শিক্ষক, হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীর সমৃুদ্ধি উন্নয়ন কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । পাশাপাশি ১৪৪৭ হিজরী রাসুল (দঃ) শুভাগমনের ১৫০০ বছর উদযাপন উপলক্ষে বেতাগী আনজুমানে রহমানিয়ার পক্ষ হতে আগামী ১২ মাসে ১২টি কর্মসূচী ঘোষনা করেন ।