রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি “-কমবে জীবন এবং সম্পদের ক্ষতি ” এই প্রতিপাদ্যে,কে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে আজ (২২ অক্টোবর)বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে দুপুর ১২ঘটিকার সময় পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ আজিজুর রহমান, কৃষি অফিসার মোঃ সুমন মিয়া, আইসিটি কর্মকর্তা, রেহান উদ্দিন প্রমুখ।
২০১৮ সালের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও পরবর্তীতে সড়কে শৃঙ্খলা রক্ষার্থে তরুণ সমাজের ট্রাফিক নিয়ন্ত্রণ নতুন করে পথ দেখিয়েছে।তরুণদের নির্দেশনা নিরাপদ সড়ক গড়ে তুলতে সহায়ক হবে বলেও মন্তব্য করা হয় সভাতে।
এছাড়াও র্যালি” ও সভাতে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা, ছাত্র-জনতার প্রতিনিধিরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।