পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত কর্মচারীদের ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার ২২শে অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্ম বিরতি ও বিক্ষোভ মিছিল পালন করা হয়।
পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদ এই আয়োজন করেন। তাদের এ দাবি,মাস্টাররোল কর্মচারীদের সার্ভিস রুলস প্রণয়ন,বেতন কাঠামোর উন্নয়ন, চলমান সাতাইশ মামলা ও সাত মামলা দ্রুত নিষ্পত্তি,নিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ ও পদোন্নতি এবং গাড়ি চালকদের অধিকাল ভাতা সহ ২৫শের নিতি মালা সংশোধন করে পাঁচ দফা দাবির দ্রুত বাস্তবায়ন করা হোক।
অবস্থান কর্ম বিরতিতে উপস্থিত কর্মচারীরা বলেন দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনো কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা আজ ১১ দিন পর্যন্ত এ কর্ম বিরতি ও বিক্ষোভ মিছিল করতে বাধ্য হয়েছেন।এসময় তারা ৫ দফা দাবি গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
এছাড়াও অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন পটুয়াখালী সড়ক ও জনপথ কর্মচারী ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি মোঃ নাজমুল হুদা,সিনিয়র সহ সভাপতি মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ খবির উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির রিপন, যুগ্ন সাধারন সম্পাদক( ২) কল্যাণ কুমার রায়,দপ্তর সম্পাদক মোঃ বশির উদ্দিন গাজী, প্রচার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হায়দার আলীসহ তারা সবাই বলেন এই ৫ দফা দাবির, ৭ মামলা বাস্তবায়ন,মাষ্টাররোল কর্মচারীদের নিয়মিত করন ও বেতন সমস্যা সমাধানের জন্য,সারা বাংলাদেশে শত শত কর্মচারীরা চাকরির জীবনে আমরা আমাদের জীবন যৌবন শেষ করছি এই ডিপার্টমেন্টে কিন্তু আমাদের নিয়মিত করন করা হয় না,যা আমাদের জন্য চরম হতাশার।
আরও সংক্ষিপ্ত বক্তব্য দেন পটুয়াখালী সড়ক ও জনপথ কর্মচারী ইউনিয়ন ঐক্য পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খবির উদ্দিন হাওলাদার তিনি বলেন তাদের এই ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান এবং তিনি আরও বলেন পরবর্তীতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারী দেন তিনি। এই কর্ম বিরতি ও বিক্ষোভ মিছিলে সংগঠনটির অন্যতম সদস্য গাড়ি চালক মোঃ মাহবুব হোসেন ও গাড়ি চালক মোঃ মহিউদ্দিনসহ ইউনিয়নের সকল সদস্যরা উপস্থিত থেকে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানান
বাস্তবায়ন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
পরে উক্ত বিক্ষোভ মিছিল নিয়ে পুরো দপ্তর প্রদক্ষিণ করে কর্মচারী ইউনিয়নের অফিসের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন।