ফরহাদ রহমান,টেকনাফ: টেকনাফে সশস্ত্র দুর্বৃত্তদের কবল থেকে এক বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ও তাঁর অপহৃত অটোরিকশা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গত ১৮ অক্টোবর রাত ৮টা ৪০ মিনিটের দিকে টেকনাফ সদর উপজেলার কচ্ছপিয়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় টহল দলটি আতঙ্কগ্রস্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পায়। কাছে গেলে তিনি আশ্রয় প্রার্থনা করেন এবং জানান, সশস্ত্র দুর্বৃত্তরা জীবননাশের হুমকি দিয়ে তাঁর কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, ব্যক্তিগত মালামাল ও অটোরিকশা ছিনিয়ে নিয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। পরে তাঁরা ভুক্তভোগীকে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তাঁর পরিচয় নিশ্চিত করেন। উদ্ধারকৃত ব্যক্তি আব্দুল্লাহ (২১), পিতা মো. রুহুল আমিন, কানকার ডিল, টেকনাফ এলাকার বাসিন্দা। তিনি ‘ড্রাইপ্যাড’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পর বিজিবি দীর্ঘ সময় ধরে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালায় এবং শেষে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে দুর্বৃত্তদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অটোরিকশা ও ভুক্তভোগীকে পরবর্তীতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে টেকনাফ মডেল থানার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,
“সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণ ও জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। এই কার্যক্রম স্থানীয় জনমনে গভীর আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।”