রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বুধবার ২২ অক্টোবর রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও বিআরটিএ, নারায়ণগঞ্জ সার্কেল এর আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিলো “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” জাতীয় নিরাপদ সড়ক দিবসে একটি বন্যাঢ্য রেলী উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নানা সড়ক প্রদক্ষিণ করেন।
এ অনুষ্ঠানের মাধ্যমে সড়কের নির্দিষ্ট গতিসীমা ও নিয়ম-কানুন মেনে প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স এর সহজলভ্যতা নিশ্চিত করে ও সড়ক ও জনগণের নিরাপত্তা প্রকল্পের জন্য সচেতন মূলক চিন্তা ধারার বহিঃপ্রকাশমুলক আলোচনা করা হয়। মানসম্মত হেলমেট পরিধান ও নিরাপদগতি মেনে চললে বাঁচবে জীবন এবং সম্পদের ক্ষতি থেকে তা নিয়ে সচেতন মূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন- সাংবাদিকসহ নানান পেশার জন প্রতিনিধ ও সাধারণ জনগণ।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে মানসম্মত হেলমেট ব্যবহার নির্ধারিত গতিসীমা মেনে চলা ও ট্রাফিক আইন মেনে চলার প্রতি আহ্বান জানানো হয়।