নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ রবিউল ইসলাম প্রধানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, রাত ১১টার দিকে তিনি জন্মদিনে কেক কাটার পরিবর্তে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। রাস্তায় যেসব মানুষ শীতের কষ্টে রাত কাটাচ্ছেন, তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিনি দেশের সব গরীব ও দুঃখীদের জন্য দোয়া করার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।কাঁচপুর এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেন আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসান, জুয়েল মিয়া, যুগ্ম সম্পাদক সাকিব, সদস্য রিফাত, শান্ত, আশিক, ইমন, মেহেদী। এছাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুব বিষয়ক সম্পাদক রায়হান প্রধান, সদস্য ইমন, কাওসার, জুয়েল, নায়িমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।উপস্থিত ছাত্রনেতারা বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ তরুণ রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা নিয়মিতভাবে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।শেষে, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ রবিউল ইসলাম বলেন,মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল বিষয়। আমার জন্মদিনে কেক কাটার পরিবর্তে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারা এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। এ সময়ে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের সব গরীব-দুঃখীদের জন্য দোয়া করেছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যাব।
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে জন্মদিনে কেক নয়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মোঃ রবিউল ইসলাম প্রধান
-
রিপোটার মোঃ হারুন মিয়া - আপডেট সময় : ০৪:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- ২৬৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























